জাতীয়

শাপলা চত্বরে ঘটনার বিচার ও ক্ষতিপূরণ নিয়ে হেফাজতে ইসলাম নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টা

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২৫ , ২:৩৪:০০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচার ও ক্ষতিপূরণ নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার ২৬ জুলাই, রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা, সেই সঙ্গে ঘটনার সব প্রমাণ ও তথ্য সংরক্ষণের উপযোগী ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

এছাড়াও, হেফাজতের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনা নিয়ে জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়া চালুর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল—পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতের নেতাকর্মী ও আলেমদের বিরুদ্ধে দায়ের করা “মিথ্যা মামলা”সমূহ। এসব মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ—মাওলানা খুলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ এবং মুফতি কেফয়তুল্লাহ আজহারী।

সরকারি উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

আরও খবর

Sponsered content