আকবর জুয়েল,লালমোহন, ভোলা:
ভোলার লালমোহনে ভোগদখলীয় যায়গা ও বাড়ি জোড়পূর্বক দখল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী এ ব্যাপারে ভোলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। গত মঙ্গলবার লালমোহন পৌরসভার ৭নং ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মো. জসিম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্ধা মো. খোকন হাওলাদারের নেতৃত্বে একদল বহিরাগত লোকজন এমন ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ করে ওই বাড়ির মালিক মো. জসিম হাওলাদার জানান, লালমোহন পৌরসভার ৭নং ওয়ার্ডের মুন্সির হাওলা মৌজার জেএল নং ১৮ এবং ২৪ নং খতিয়ানের ২০০৪ সালে ৮ শতাংশ, ২০০৫ সালে ৮.৩৩ শতাংশ এবং ২০১৬ সালে ১৯ শতাংশ মোট ৩৫.৩৩ শতাংশ জমি ক্রয় করে বাড়ি, ঘর, পুকুর ও বাগান তৈরী করে শান্তিপূর্ণভাবে আমি ভোগ দখল করে আসছি। হঠাৎ গত ১০ ডিসেম্বর মঙ্গলবার পাশ্ববর্তী বাসিন্ধা মো. খোকন হাওলাদারের নেতৃত্বে বহিরাগত একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে জোরপূর্বক আমার যায়গা দখল করার চেষ্টা করে।
এবং সেখানে আমি ও আমাদের লোকজন তাদেরকে বাধা দিলে তারা আমাকেসহ আমার স্ত্রী সন্তানদের খুন জখম করিবে বলে হুমকি দিয়ে চলে যায়। আমি ন্যায় বিচারের স্বার্থে তাদের বিরুদ্ধে ১১ ডিসেম্বর ভোলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি।
এ ব্যাপারে অভিযুক্ত মা. খোকন হাওলাদারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ওই জমি আমাদের জসিম জোর করে দখল করেছে। জসিমের বিএস খতিয়ানের ৩০৯ নম্বর ডিপিতে ১৬.৭৫ জমি তার ভোগ দখলেই রয়েছে। জসিমের মোট জমি ৩৫.৩৩ বাকী জমি কোথায় জিজ্ঞাসা করলে তিনি কোনো সদোত্তর দিতে পারেনি।