অপরাধ

মোহাম্মদপুর ঢাকা উদ্যান তুরাগ নদীর তীরে বালু উত্তোলন,বিক্রিতে প্রতিদিন শত শত ট্রাকের শব্দের আবাসিক এলাকাবাসী অতিষ্ঠ

  প্রতিনিধি ৮ জুলাই ২০২৫ , ১২:৪৭:৩১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান; তুরাগ নদীর তীরে অবস্থিত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের আবাসনের জন্য উপযুক্ত জায়গা। এখানে লাখো লোকের বসবাস।

কিন্তু দুর্ভাগ্যের বিষয় তুরাগ তীরে ঢাকা উদ্যানের সি ব্লকের ৫ নম্বর রোডে নদীর সংলগ্ন এলাকায় এই আবাসিক এলাকায় দিনরাত ২৪ ঘণ্টায় চলছে বালু উত্তোলন ও বিক্রির কাজ।

গত ২০ বছর সময়কাল ধরেই চলছে এই ব্যবসা ।

আগস্টের পট পরিবর্তনের পর কয়েক দিন বালু উত্তোলন বন্ধ থাকলেও পরবর্তীতে নতুন রাজনীতিবিদ ও মস্তানদের সঙ্গে সমন্বয় করে চলছে এই অবৈধ ব্যবসা।

এখনকার বসবাসরত কেউই কোনো প্রতিবাদ করতে পারে না।

কারণ এই ব্যবসা ঠেকাতে রয়েছে একদল মাস্তান শ্রেণী, যারা ঢাকা উদ্যানে নানা অপকর্মে জড়িত।

সন্ত্রাসীদের হুমকিও হামলার ভয়ে এই ঘটনার প্রতিবাদও করতে পারেনা।

বালু উত্তোলন ও বিক্রিতে প্রতিদিন শত শত ট্রাক দিন রাত ২৪ ঘন্টা চালু থাকে। এস্কাভেটর ও ট্রাকের শব্দে এখনকার বাসিন্দারা দিনে/রাতে ঘুমাতে পারেনা। দিনরাত ২৪ ঘণ্টা সমান তালে চলে এই কর্মযজ্ঞ ।

স্থানীয় লোকেরা এর আগে বারবার প্রতিবাদ করলেও মাস্তান সন্ত্রাস চাঁদাবাজ ও প্রশাসনের ভয় দেখাতো।

গত ৫ আগস্টের পরেও সেই একই ঘটনা চলছে। বর্তমান সরকার পক্ষের লোকজন এই লাভের ভাগ পাচ্ছে।

এর আগে বালু ব্যবসার প্রতিবাদ করতে গিয়ে অনেকেই এলাকা ছাড়া হয়েছে ।

বালু আনা নেওয়া ট্রাকের কারণে ঢাকা উদ্যানের রাস্তার অবস্থা বেহাল।

ভয়ে কেউ কোন প্রতিবাদ করতে পারে না।
এখন সরকারের কর্তৃপক্ষ যদি কঠোর পদক্ষেপ না নেয় তাহলে ওই এলাকায় বসবাসকারীদের জনজীবন শব্দ ও পরিবেশ দূষণে আরো হুমকির মুখে পড়বে।

তাদের সকলের একটি প্রশ্ন আবাসিক এলাকায় নদী থেকে তুলে বালু ব্যবসা এখনো চলছে কেমন করে।

*ভিডিও ও ছবি সংযুক্ত।*

আরও খবর

Sponsered content