নিজস্ব প্রতিবেদক:
পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে যে সব হত্যাকাণ্ড ও সহিংসতা ঘটছে, তার পেছনে সরকারের প্রশ্রয় রয়েছে। যারা মব তৈরি করছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।
শনিবার (১২ জুলাই) গুলশানে ‘জুলাই আন্দোলনে শহীদ পরিবারের’ সঙ্গে মতবিনিময়কালে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, “যে ব্যক্তি স্ক্রিনে দৃশ্যমানভাবে হত্যাকাণ্ডে জড়িত, তাকে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি? আমরা কি ধরে নেব, সরকারের কোনো অংশ এ ধরনের সহিংসতাকে প্রশ্রয় দিচ্ছে?”
তিনি বলেন, “ধীরে ধীরে দেশে অদৃশ্য এক শক্তি সক্রিয় হয়ে উঠছে, যারা স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। সরকারকে আমরা বহুবার সতর্ক করেছি, বিএনপি এই ধ্বংসাত্মক শক্তিগুলোকে কখনো প্রশ্রয় দেবে না।”
তারেক রহমান অভিযোগ করেন, সরকার এবং প্রশাসনের একটি অংশ হত্যাকারীদের ‘মব’ সংগঠনের সুযোগ করে দিচ্ছে। “সরকারের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এখন সেটাই প্রশ্নের মুখে পড়েছে,” বলেন তিনি।
সব ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বিএনপির সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে বলেও আশ্বস্ত করেন বিএনপির এই শীর্ষ নেতা।