প্রতিনিধি ২২ জুলাই ২০২৫ , ৬:১৭:১২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদন:
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ভারত সরকার বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দিয়েছে। এ লক্ষ্যে ঢাকায় ভারতীয় হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।
মঙ্গলবার, ২২ জুলাই, ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের প্রধানমন্ত্রী মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া এই বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি সম্ভাব্য সকল সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। তার নির্দেশনার ভিত্তিতেই ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারকে একটি চিঠি দিয়েছে, যেখানে আহতদের চিকিৎসার জন্য ভারতের জরুরি চিকিৎসাসেবা ব্যবহারের প্রস্তাব রাখা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “আহতদের ভারতে চিকিৎসা প্রয়োজন হলে, অনুগ্রহ করে আমাদের জানাতে অনুরোধ করা হলো।”
ভারতীয় হাইকমিশন জানিয়েছে, এই ঘটনায় যেকোনো ধরনের সহায়তার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করবে।