জাতীয়

যুক্তরাষ্ট্রে – বাংলাদেশ থেকে আমদানি হওয়া সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের করেছে

  প্রতিনিধি ৮ জুলাই ২০২৫ , ৩:১০:৩৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: 

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে আমদানি হওয়া সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপে ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক চিঠির মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ ১৪টি দেশের নেতাদের জানিয়েছেন। সোমবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ওই চিঠি প্রকাশ করেন।

মঙ্গলবার ০৮ জুলাই চিঠিতে ট্রাম্প জানান, আগামী ০১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে নতুন করে ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। এই শুল্ক খাতভিত্তিক ছাড়ের বাইরের একটি সাধারণ হার হিসেবে প্রযোজ্য হবে। কেউ যদি অন্য দেশের মাধ্যমে পণ্য সরবরাহ করে এই শুল্ক এড়ানোর চেষ্টা করেন, তবে আরও বেশি শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।

এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়ে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করেছিলেন ট্রাম্প। তখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে এসব পণ্যে গড়ে ১৫ শতাংশ হারে শুল্ক আদায় করা হতো। নতুন ঘোষণায় সেই হার কিছুটা কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই শুল্ক হার যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি পূরণের জন্য যথেষ্ট নয়। তবে বাংলাদেশি কোনো কোম্পানি যদি যুক্তরাষ্ট্রে এসে উৎপাদন কার্যক্রম শুরু করে, তাহলে তাদের পণ্যে শুল্ক আরোপ করা হবে না। বরং দ্রুত সব ধরনের অনুমোদন পাওয়ার নিশ্চয়তা দেয়া হবে।

ট্রাম্প জানান, যদি বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র থেকে আসা পণ্যের ওপর শুল্ক বাড়ায়, তবে বাংলাদেশের পণ্যের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। তিনি ইঙ্গিত দেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উপর ভিত্তি করে এই শুল্ক হার ভবিষ্যতে আরও বাড়তে বা কমতে পারে।

এপ্রিলে ঘোষিত ৩৭ শতাংশ শুল্ক কার্যকরের পূর্বে ৯০ দিনের একটি শুল্ক বিরতির ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প, যার মেয়াদ শেষ হবে ৯ জুলাই। তবে তা এক দফা বাড়িয়ে ১ আগস্ট থেকে নতুন হারে শুল্ক কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, ০৯ জুলাই যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক আলোচনার কথা রয়েছে। আলোচনার আগেই ট্রাম্প সামান্য ছাড় দিয়ে শুল্ক হার ৩৭ শতাংশ থেকে ৩৫ শতাংশে নামিয়ে আনেন। আলোচনায় এই শুল্ক বিষয়ে আরও পরিবর্তন আসতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে।

আরও খবর

Sponsered content