সারাদেশ

মন্দিরের কোটি টাকার জমি দখল চেষ্টার অভিযোগ

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৪ , ২:১৪:৪৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধি মানিকগন্জ:

মানিকগঞ্জের শিবালয়ে পয়লা গ্রামে আড়াইশ বছরের পুরোনো শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরের ১ কোটি টাকা মূল্যের ৪৩ শতাংশ জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীরা জানান, ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরের নামে ওই এলাকার মৃত গুরু দাস বৈরাগী, অধর বৈরাগী ও রাজনাথ সাহা প্রায় ৩৬৩ শতাংশ জমি দান করেন। তাদের মৃত্যুর পর ওই মন্দিরের জমির আয় থেকে অনেক বৈরাগী মন্দিরের সেবায়েত হিসেবে মন্দিরের বিগ্রহে নিত্য পুজা করে আসছেন। দলিলের শর্ত অনুযায়ী কেউ মন্দিরের জমি বিক্রি করতে পারবেন না। ফলে বছরের পর বছর বৈরাগীরা ভোগদখল করে আসছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী সুজন মিয়া, আফসার মিয়া, তফছের মিয়া ও মালেক শেখ মন্দিরের জমি ক্রয়সূত্রে নিজেদের দাবি করে ১৫০-২০০ জন সন্ত্রাসী নিয়ে জোর করে দখল করার চেষ্টা করেন।

অভিযুক্ত আফসার মিয়ার ছেলে সবুজ মিয়া ও মালেক শেখ জানান, ১৯৫৮ সালে সদানন্দ বৈরাগীর কাছ থেকে ৪৩ শতাংশ জমি কেনা হয়েছে। এ কারণে তারা জমি দখল করার চেষ্টা করছেন।
মন্দিরের সেবায়েত শ্যামল সাহা জানান, তিনি প্রায় ২০ বছর ধরে পূজা অর্চনা করে আসছেন। কেউ এত দিন জমি দাবি করেননি। স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জোর করে জমি দখলের চেষ্টা ও তাঁকে নানাভাবে হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে গত মঙ্গলবার ইউএনওর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
মন্দিরের সভাপতি অমূল্য হালদারের ভাষ্য, তাঁর বয়স প্রায় ৭০ বছর। এখন পর্যন্ত এ মন্দিরে সদানন্দ বৈরাগী নামে কোনো বৈরাগী আসেননি। এ ছাড়া দেবোত্তর জমি কোনো সেবায়েত বিক্রিও করতে পারেন না। তাদের ধারণা প্রভাবশালী ব্যক্তিরা ভুয়া দলিল তৈরি করে মন্দিরের জমি দখলের চেষ্টা করছেন।
তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, এ ব্যাপারে তাঁর কাছে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শিবালয় উপজেলা সভাপতি নিখিল মালো বলেন, অবৈধভাবে কাউকে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরের জমি দখল করতে দেওয়া হবে না। তারা প্রশাসনকে সঙ্গে নিয়ে আইনগত ব্যবস্থা নেবেন।
ইউএনও বেলাল হোসেন বলেন, উভয় পক্ষকে গত বুধবার কাগজপত্র নিয়ে হাজির হওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা আসেননি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content