 
     নিজস্ব প্রতিবেদক:
নিজস্ব প্রতিবেদক:
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় বাংলাদেশে পৌঁছেছে ভারতীয় বিশেষজ্ঞদের একটি মেডিকেল টিম। ঢাকায় এসে তারা চিকিৎসা কার্যক্রম শুরু করেছে।
শুক্রবার (২৫ জুলাই) ভারতীয় হাইকমিশন সূত্রে জানানো হয়, ইতোমধ্যেই দলটি দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া শুরু করেছে।
এর আগে, বৃহস্পতিবার ভারতের চিকিৎসক দলটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের সঙ্গে চিকিৎসা কৌশল নিয়ে পরামর্শ করেন। তারা গুরুতর আহতদের অবস্থা মূল্যায়ন করে চিকিৎসা পদ্ধতি নির্ধারণে মতবিনিময় করেন এবং পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখযোগ্য যে, ২১ জুলাই রাজধানীতে বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। তারই ধারাবাহিকতায় চার সদস্যের মেডিকেল টিম, যার মধ্যে চিকিৎসক ও নার্স রয়েছেন, গত বুধবার ঢাকায় পৌঁছায়।
বর্তমানে ভারত, চীন ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দলসমূহ সম্মিলিতভাবে আহতদের উন্নত চিকিৎসায় কাজ করে যাচ্ছেন।