প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২৪ , ১০:৫৩:৩৫ প্রিন্ট সংস্করণ

মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান ওরফে তাসকিন রাজু বাদী হয়ে ভাঙ্গা থানায় এজাহার দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কাওসার ভূঁইয়া ও হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলাইন, সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিরন হাওলাদার, সাধারণ সম্পাদক আকতারুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সী প্রমুখ।
এ সময় ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের নির্দেশে আসামিরা তাদের দিকে গুলি ছুড়তে থাকে। তখন প্রাণভয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীরা প্রাণ রক্ষার জন্য পালিয়ে যান। এ মামলায় সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে হুকুমের আসামি করা হয়েছে।

















