রাজনীতি

ব্যানার লাগিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২৫ , ৫:২২:২১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি এখন শুধুই একটি পরিত্যক্ত ভবন। একসময় যেখানে ছিল রাজনৈতিক কর্মতৎপরতার প্রাণকেন্দ্র, সেখানে এখন শূন্যতা আর অবহেলার ছাপ স্পষ্ট।

গত বছরের ৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থান’-এর সময় আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটি কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে। কয়েক মাসের মধ্যেই এটি ভাসমান মানুষের অস্থায়ী আশ্রয়ে পরিণত হয়।

আজ শুক্রবার ২৫ জুলাই,ভবনের সামনের দৃশ্য একেবারে ভিন্ন। ঝুলছে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামের একটি ব্যানার। আর ভেতরে চলছে কিছুটা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।

ভবনের ভেতর ঘুরে দেখা গেছে, কার্যালয়ের অবকাঠামোগত বিভিন্ন উপাদান – দরজা, জানালার গ্রিল, সুইচবোর্ড, বৈদ্যুতিক তার, এমনকি লিফট ও টাইলস পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। কেবল চারপাশের দেয়ালগুলো টিকে আছে নীরব সাক্ষী হয়ে।

২০১৮ সালের ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন এই ১০ তলা ভবনটি, যা প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল। অথচ ২০২৪ সালের ৫ আগস্ট সেই ভবনেই ঘটে ভয়াবহ হামলা, আগুন ও ভাঙচুর। এর পর থেকে ভবনটি আর ব্যবহারযোগ্য অবস্থায় ফেরেনি। এখন তা পড়ে আছে পরিত্যক্ত ও অরক্ষিত অবস্থায়।

আরও খবর

Sponsered content