সারাদেশ

বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ এম.এ লতিফ ইন্তেকাল

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২৪ , ৫:২০:৪৬ প্রিন্ট সংস্করণ

মাহাবুব মনি:
রাজধানীর ডেমরার সারুলিয়া নিবাসী বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ¦ এম.এ লতিফ ইন্তেকা করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। রোববার সন্ধায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। সোমবার বেলা ১১ টায় এম.এ ছাত্তার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জানাজা শেষে সারুলিয়ার ফুলমতি ইসলামিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তিনি ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, ১ ভাই ও ৩ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭১।

তার মৃত্যুতে ঢাকা—৫ আসন ও ডেমরা থানা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় কাউন্সিলরগণ ও ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছেন সবাই। তার জীবদ্দশায় স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠাসহ নানা সামাজিক উন্নয়নের কাজ করেছেন এম.এ লতিফ। তার একমাত্র ছেলে মাহমুদুল হাসান পলিন ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর।

বিশিষ্ট সাংবাদিক  আমাদের জাগরন পএিকা সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ এম.এ লতিফ ইন্তেকাল করায় গভীর শোক প্রকাশ করেছেন।শোকাহত পরিবারকে সমবেদনা জানান।

আরও খবর

Sponsered content