রাজনীতি

বিদেশের মাটিতে মিটিং ও ঘোষণা দেয়া দেশের জনগণের জন্য অপমানজনক…নাসির উদ্দিন পাটোয়ারী

  প্রতিনিধি ১৩ জুন ২০২৫ , ১:৩৮:৫৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশের মাটিতে মিটিং ও ঘোষণা দেয়া দেশের জনগণের জন্য অপমানজনক।

শুক্রবার ১৩ জুন বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকের পর এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, পুরনো বন্দোবস্তার দিকেই আগাচ্ছে সরকার।

তিনি বলেন, একটি দলের আগ্রহে নির্বাচনী ট্রেনে তুলে দেওয়া হচ্ছে। জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের অবমাননা দেশের জনগণ মেনে নেবে না।

তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা পাশ কাটিয়ে মৌলিক সংস্কার ও জুলাই ঘোষণাপত্র ছাড়া নির্বাচন হলে গণতান্ত্রিক উত্তরণ হবে না।

আরও খবর

Sponsered content