গণ মাধ্যম

বিএফইউজে সাবেক সভাপতি মোল্লা জালালকে জামিন দিয়েছেন আদালত

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৪ , ৩:০৪:১০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক :

অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (২৪ নভেম্বর) ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোর্শেদ আলম শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৪ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ৪ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

গত ১ নভেম্বর অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে সাংবাদিক মোল্লা জালাল ও তার সহযোগী সলেমান ওরফে সেলিমের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করেন এক নারী। এজহারে বাদী নিজেকে সংগীত শিল্পী হিসেবে পরিচয় দিয়েছেন।

আরও খবর

Sponsered content