প্রতিনিধি ২৮ জুলাই ২০২৫ , ৬:২৮:১৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
অর্থ পাচার ও প্রতারণার অভিযোগে কুমিল্লার প্রভাবশালী রাজনৈতিক পরিবার বাহার ও তার মেয়ের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার ও তার মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাবে গচ্ছিত মোট ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে।
এই অর্থ জব্দের নির্দেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত, সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের একজন তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে। আদেশটি দেয়া হয় গত ৮ জুলাই।
সোমবার (২৮ জুলাই) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। তিনি বলেন, “প্রতারণা, জালিয়াতি, হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহণ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে বাহাউদ্দীন বাহার ও তার মেয়ের সংশ্লিষ্ট ১৭টি ব্যাংকে থাকা ৫৩টি অ্যাকাউন্টের ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা অবরুদ্ধ করা হয়েছে।”
তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বাহাউদ্দীন বাহার ও তাহসীন বাহার সূচনা একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে জালিয়াতি, প্রতারণা এবং কমিশনের বিনিময়ে অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন। সেই অর্থ পরে হুন্ডি ব্যবস্থার মাধ্যমে দেশের বাইরে পাচার করা হয়।
এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় সিআইডি।