জাতীয়

বার্ড ইনস্টিটিউট উপদেষ্টা,রাজনৈতিক নেতাদের আগমনে হাসপাতালের পরিবেশে বিশৃঙ্খলা তৈরি হয়

  প্রতিনিধি ২১ জুলাই ২০২৫ , ৩:৩৬:০০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গুরুতর আহতদের দেখতে গিয়ে রাজনৈতিক নেতাদের আগমনে আজ হাসপাতালের পরিবেশে বিশৃঙ্খলা তৈরি হয়। আহতদের দেখতে দুপুরের পর একে একে আসেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। তাদের সঙ্গে থাকা নেতা-কর্মীদের প্রচণ্ড ভিড়ের ফলে হাসপাতালের ভেতরে ও বাইরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের আগমনের সময় তার সঙ্গে থাকা দলের সমর্থকদের কারণে বার্ন ইনস্টিটিউটের আশপাশে বড় ধরনের ভিড় দেখা দেয়। অন্য নেতাদের ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়।

হাসপাতালের পরিচালক ডা. মো. নাসিরউদ্দিন জানান, ভর্তি হওয়া অধিকাংশ রোগীর অবস্থা ‘ক্রিটিক্যাল’ বা আশঙ্কাজনক। সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৫১ জন আহত ব্যক্তি ভর্তি হয়েছেন। তাদের সঠিকভাবে চিকিৎসা দিতে গিয়ে নিরাপত্তা ব্যবস্থাপনা ও হাসপাতাল প্রশাসনকে বেগ পেতে হচ্ছে বলে জানান তিনি।

নেতাদের আগমনের সময় নিরাপত্তার অংশ হিসেবে নেয়া প্রটোকল ও তাদের সঙ্গে আগত নেতাকর্মীদের ভিড় সামাল দিতে নিরাপত্তা কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হয়। এ সময় অনেক স্বজন ও সাধারণ মানুষকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা যায়।

এদিকে, গুরুতর আহতদের মধ্যে অনেকের জন্য রক্তের প্রয়োজন দেখা দিলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত রক্তের ঘাটতি নেই। তবে আগাম প্রয়োজনের কথা বিবেচনায় স্বেচ্ছাসেবকদের রক্তদাতাদের তালিকায় নাম নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে, যাতে প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করা যায়।

সামগ্রিকভাবে, চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন করতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল ভূমিকা কামনা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও খবর

Sponsered content