আন্তজার্তিক

বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৫ , ৬:২০:৫৫ প্রিন্ট সংস্করণ

বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় নয়াদিল্লি পুলিশের এক চিঠির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। তিনি বলেছেন, এ ধরনের মন্তব্য কেবল অপমানজনকই নয়, বরং ভারতীয় সংবিধান ও বাঙালি জাতিসত্তার পরিপন্থী।

সম্প্রতি দিল্লির লোধি কলোনি থানার একজন তদন্ত কর্মকর্তা আটজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকের বিষয়ে তদন্ত চালাতে গিয়ে বঙ্গভবনের এক কর্মকর্তাকে একটি চিঠি পাঠান। চিঠিতে ‘বাংলাদেশি ভাষায় লেখা তথ্যের অনুবাদ’ চেয়ে অনুরোধ জানানো হয়। সেখানে বাংলাকে উল্লেখ করা হয় ‘বাংলাদেশি জাতীয় ভাষা’ হিসেবে।

চিঠির এই শব্দচয়ন প্রকাশ্যে আসার পরই পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস কড়া প্রতিবাদ জানায়। মুখ্যমন্ত্রী মমতা বলেন, “বাংলা আমাদের মাতৃভাষা, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্রের ভাষা, আমাদের জাতীয় সংগীত আর জাতীয় গান এই ভাষাতেই লেখা। এই ভাষাকে বাংলাদেশি ভাষা বলা সংবিধানবিরোধী ও ঘৃণ্য।

তিনি আরও বলেন, “এটি শুধু বাঙালিদের অপমান নয়, বরং একটি জাতিসত্তার অসম্মান। কেন্দ্রীয় সরকারের উচিত এই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া এবং এই ধরনের বিভ্রান্তিকর শব্দচয়ন থেকে বিরত থাকা।

তৃণমূল কংগ্রেসের অন্য নেতারাও এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। দলের শীর্ষ নেতা ও সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তবে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ইস্যুতে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

বিজেপির কেন্দ্রীয় নেতা ও পশ্চিমবঙ্গের সংসদ সদস্য সুকান্ত মজুমদার বলেন, “আমি চিঠিটি দেখিনি, মন্তব্য করতে পারছি না। তবে যারা আটক হয়েছেন তারা যদি বাংলাদেশি হন, তাহলে সেই প্রেক্ষাপটে ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলা হয়েছে কিনা, তা দেখা দরকার।

আরও খবর

Sponsered content