বিনোদন

বাংলা ছবি ১৯৫৬ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত,

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২৫ , ৫:৫৫:৫২ প্রিন্ট সংস্করণ

আ জা ডেক্স বিনোদন:

১৯৫৬ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত। তৎকালীন পূর্ব পাকিস্তান এবং ১৯৭১ সাল পরবর্তী স্বাধীন বাংলাদেশে, সর্বমোট ১৯১৪ টি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল।

‎এর আগে ১৯৫৬-১৯৭৫ সাল পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ৩৩৮ টি চলচ্চিত্রের নাম উল্লেখ করেছিলাম। আজ ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ৪৬ টি চলচ্চিত্রের তালিকা দিচ্ছি।

‎এর মাধ্যমে ১৯৫৬-১৯৭৬ সাল পর্যন্ত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা হলো ৩৮৪ টি।

‎#১৯৭৬ ( ৪৬ টি চলচ্চিত্র মুক্তি পায় )

‎১. তাল বেতাল – আজিজুর রহমান
‎অভিনয় : ফরহাদ, সুচরিতা, শুভ্রা, বাবর

‎২. টারজান অব বেঙ্গল – মজিদ বঙ্গবাসী
‎অভিনয় : মঞ্জু দত্ত, বিক্রম, সুষমা এবং জসিম

‎৩. প্রতিনিধি – আজিম
‎অভিনয় : রাজ্জাক, সুজাতা, রোজী সামাদ, খলিল, জসিম

‎৪. এক মুঠো ভাত – ইবনে মিজান
‎অভিনয় : জাফর ইকবাল, ববিতা, জসিম, ফতেহ লোহানী

‎৫. সন্ধিক্ষণ – মীর মোহাম্মদ হালিম
‎অভিনয় : ওয়াসিম, শাবানা, গোলাম মুস্তফা, খান জয়নুল

‎৬. সেয়ানা – ফখরুল হাসান বৈরাগী
‎অভিনয় : প্রবীর মিত্র, অলিভিয়া, আনোয়ার হোসেন, রওশন জামিল, হাসান ইমাম, মিনু রহমান

‎৭. মায়ার বাঁধন – মুস্তাফিজ
‎অভিনয় : রাজ্জাক, শাবানা, শওকত আকবর

‎৮. সূর্যকন্যা – আলমগীর কবির
‎অভিনয় : জয়শ্রী, রাজশ্রী, বুলবুল আহমেদ, আহসান

‎৯. সুপ্রভাত – কবীর আনোয়ার
‎অভিনয় : রিনি রেজা, কমল ব্যানার্জী

‎১০. জানোয়ার – কালীদাস
‎অভিনয় : ওয়াসিম, সুচরিতা

‎১১. সমাধি – দীলিপ বিশ্বাস
‎অভিনয় : রাজ্জাক, উজ্জ্বল, সুচরিতা

‎১২. জালিয়াত – এইচ আকবর
‎অভিনয় : প্রবীর মিত্র, শাবানা

‎১৩. জাল থেকে জ্বালা – মোহসীন
‎অভিনয় : আলমগীর, ববিতা, আনোয়ারা, খান জয়নুল

‎১৪. আকাংখা – সুভাষ দত্ত
‎অভিনয় : রাজ্জাক, ববিতা

‎১৫. জয় পরাজয় – মুস্তাফা মেহমুদ
‎অভিনয় : আলমগীর, শাবানা, প্রবীর মিত্র, কল্পনা

‎১৬. চলো ঘর বাঁধি – নুরু উল আলম
‎অভিনয় : কবরী, মেহফুজ, দারাশিকো, জুবের আলম, মিনু রহমান, শওকত আকবর, খলিল

‎১৭. রাজার হলো সাজা – মোহসীন
‎অভিনয় : খসরু, নূতন, খলিল, কল্পনা, ওমর এলাহী, রওশন জামিল

‎১৮. কি যে করি – জহিরুল হক
‎অভিনয় : রাজ্জাক, ববিতা

‎১৯. আলোর পথে – সাম্যসাথী চৌধুরী
‎অভিনয় : সুচরিতা, ইন্দ্রজিৎ, আনোয়ার হোসেন, সবিতা, রোজী সামাদ, খান জয়নুল, শওকত আকবর, গোলাম মুস্তফা

‎২০. রং বেরং – রুহুল আমীন
‎অভিনয় : উজ্জ্বল, সুচরিতা

‎২১. ফেরারী – মোস্তফা আনোয়ার
‎অভিনয় : শাবানা, জাফর ইকবাল

‎২২. স্মাগলার – আজহার ও শেখ আতাউর রহমান
‎অভিনয় : রাজ্জাক, সুচরিতা

‎২৩. বন্দিনী – মুশতাক
‎অভিনয় : ওয়াহিদ, ববিতা

‎২৪. কাজল রেখা – সফদার আলী ভুঁইয়া
‎অভিনয় : জাভেদ, কল্পনা, সুলতানা, জসিম

‎২৫. নয়নমণি – আমজাদ হোসেন
‎অভিনয় : ফারুক, ববিতা

‎২৬. শাপমুক্তি – আজিজুর রহমান
‎অভিনয় : আলমগীর, অলিভিয়া

‎২৭. গরমিল – আজিজুর রহমান
‎অভিনয় : উজ্জ্বল, শাবানা

‎২৮. রক্তের ডাক – এইচ আকবর
‎অভিনয় : প্রবীর মিত্র, কবরী

‎২৯. দস্যু বনহুর – সারথী
‎অভিনয় : সোহেল রানা, অঞ্জনা, কল্পনা

‎৩০. গুণ্ডা – আলমগীর কুমকুম
‎অভিনয় : রাজ্জাক, কবরী, আলমগীর

‎৩১. ফান্দে পড়িয়া বগা কান্দে – সিনেরামা গোষ্ঠী
‎অভিনয় : কবিতা, খসরু

‎৩২. দি রেইন (যখন বৃষ্টি এলো) – এস এম শফি
‎অভিনয় : ওয়াসিম, অলিভিয়া

‎৩৩. বাহাদুর – ইবনে মিজান
‎অভিনয় : অলিভিয়া, ওয়াসিম, সুচরিতা, আনোয়ার হোসেন, আদিল এবং জসিম

‎৩৪. রাজরানী – এফ এ বিনু
‎অভিনয় : সোহেল রানা, শাবানা

‎৩৫. পালঙ্ক – রাজেন তরফদার
‎অভিনয় : উৎপল দত্ত, আনোয়ার হোসেন, সন্ধ্যা রায়

‎৩৬. সেতু – বাবুল চৌধুরী
‎অভিনয় : রাজ্জাক, শাবানা, বুলবুল আহমেদ, অঞ্জনা

‎৩৭. গোপন কথা – আজাদ রহমান
‎অভিনয় : সোহেল রানা, কবরী, কল্পনা

‎৩৮. বর্গী এলো দেশে – মোহাম্মদ আলী নান্টু
‎অভিনয় : আনোয়ার হোসেন, আনোয়ারা, টেলি সামাদ, আনিস, মতি, কাবেরী, রীনা আকরাম, রবিউল

‎৩৯. মেঘের অনেক রং – হারুনর রশীদ
‎ অভিনয় : ওমর এলাহী, মাথিন, রওশন আরা, আদনান

‎৪০. জীবন মরণ – আজিম
‎অভিনয় : ওয়াসিম, সুজাতা, খলিল, জসিম

‎৪১. জীবন সাথী – নুরুল হক বাচ্চু
‎অভিনয় : ওয়াসিম, শাবানা

‎৪২. মাটির মায়া – তাহের চৌধুরী
‎অভিনয় : সুচরিতা, অঞ্জনা, ফারুক, আলমগীর, খান জয়নুল, টেলি সামাদ, খান আতাউর রহমান

‎৪৩. অনুরোধ – দীলিপ বিশ্বাস
‎অভিনয় : রাজ্জাক, কবরী, উজ্জ্বল

‎৪৪. আগুন – মোহসিন
‎অভিনয় : রাজ্জাক, শাবানা

‎৪৫. সূর্যগ্রহণ – এম এ সামাদ (আব্দুস সামাদ)
‎অভিনয় : রোজী সামাদ, ববিতা, ফারুক, জাফর ইকবাল, আনোয়ার হোসেন

‎৪৬. মনিহার – মুস্তাফা মেহমুদ
‎অভিনয় : শাবানা, আলমগীর

‎বিশেষ দ্রষ্টব্য : ১৯৭০ সালে উর্দু সিনেমা “Love In Jungle” এবং এর বাংলা ডাবিং “মন যারে চায়” মুক্তি পেয়েছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৬ সালে, “মন যারে চায়” সিনেমাটি পূণরায় সেন্সর করে বাংলাদেশে মুক্তি দেওয়া হয়েছিল। এজন্য অনেক জায়গায় ১৯৭৬ সালের বাংলাদেশি সিনেমার তালিকায় “মন যারে চায়” সিনেমাটির নাম দেখা যায়। যেহেতু মূল সিনেমাটা উর্দু এবং সিনেমাটার প্রোডাকশন ও মালিকানা পাকিস্তানের, তাই এটা বাংলাদেশি সিনেমা হিসেবে বিবেচিত হবে না। “মন যারে চায়” সিনেমাটি পরিচালনা করেছিলেন আকবর আলী (আক্কু) এবং অভিনয়ে ছিলেন – গুল হামিদ, আলিয়া, আজিম।
তথ্যসূত্র : Mir Shamsul Alam Baboo

‎তথ্যগুলো অবশ্যই সংশোধন যোগ্য। কোনো তথ্যে ভুল পেলে কিংবা নতুন কিছু সংযোজনের দরকার পড়লে অবশ্যই জানাবেন। সূএ: বাংলা চলচ্চিত্র।

আরও খবর

Sponsered content