প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ৮:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:১৬ অপরাহ্ণ
বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ডাকাতি ও অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে ডেমরায় মানববন্ধন

ডেমরা(ঢাকা) প্রতিনিধি
মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে বালুবাহী বাল্কহেডে ডাকাতি ও অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে ডেমরায় মানববন্ধন করেছে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এর অন্তর্ভুক্ত বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন সারুলিয়া ঘাট শাখা রেজি নং বি ২১৪৮। সোমবার দুপুরে সারুলিয়া শীতলক্ষ্যা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে নদীপথে বালুবাহী বাল্কহেডের শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা, টোকেনের নামে জোরপূর্বক চাঁদাবাজি ও ডাকাতি সহ নানা ধরনের হয়রানি বন্ধের প্রতিবাদ জানানো হয়। এক্ষেত্রে নৌ-পুলিশসহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন নেতা মোঃ শামীমের সভাপতিত্বে ও ওই সংগঠনের সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ পান্না, রুবেল আহম্মেদ,মোঃ জহির, সোহাগ, মিরাজ সহ অন্যান্য শ্রমিক কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন, মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ বালু মহলের লোকজন মরিচা লঞ্চঘাট, নরসিংদী, মহিষের চর, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, গজারিয়া, মোহনপুর, মতলব , কাচি কাটা, কালিরচর সহ বিভিন্ন স্থানে টোকেনের নামে অবৈধভাবে চাঁদা আদায় ও নদীপথে ডাকাতির ঘটনা অহরহ ঘটছে। তারপরও বালুবাহী বাল্কহেডের শ্রমিকেরা অনেক ঝুঁকির মধ্য দিয়ে নদীপথে কাজ করে চলছে।
আমরা বালুবাহী বাল্কহেডের শ্রমিকদের নানা হয়রানি, ডাকাতি ও টোকেনের নামে অবৈধ চাঁদা আদায় বন্ধ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বাংলাদেশ নৌ নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।
বক্তারা আরো বলেন, যদি বালুবাহী বাল্কহেডের শ্রমিকদের হয়রানি ও চাঁদাবাজি বন্ধ না হয় তাহলে শ্রমিকরা অচিরেই বৃহত্তর কর্মসূচি গ্রহণপূর্বক কর্ম বিরতি রং ডাক দিবেন।
Copyright © 2025 আমাদের জাগরন. All rights reserved.