আ জা আন্তর্জাতিক ডেক্স:
বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর নতুন করে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স শুক্রবার (০১ আগস্ট) স্থানীয় সময় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
হোয়াইট হাউস থেকে দেয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, শুধু বাংলাদেশ নয়—পাকিস্তান, আফগানিস্তান, ভারতসহ আরও কয়েকটি দেশের আমদানিকৃত পণ্যের ওপর ভিন্ন ভিন্ন হারে শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। সেই তালিকায় পাকিস্তান থেকে আসা পণ্যের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ, ভারতের ওপর ২৫ শতাংশ, ব্রাজিল ১০ শতাংশ, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া উভয়ের ওপর ১৯ শতাংশ, মিয়ানমার ৪০ শতাংশ, ফিলিপাইন ১৯ শতাংশ, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে।
এর আগে চলতি বছরের ০২ এপ্রিল, বৈদেশিক বাণিজ্যে ঘাটতির কারণ দেখিয়ে বেশ কয়েকটি দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক নির্ধারণ করা হয়েছিল ৩৫ শতাংশ। তবে ওই সিদ্ধান্ত ০৯ এপ্রিল থেকে সাময়িকভাবে তিন মাসের জন্য স্থগিত করা হয়, যাতে সংশ্লিষ্ট দেশগুলোকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর সুযোগ দেয়া যায়।
তিন দফায় আয়োজিত এই আলোচনার সর্বশেষ পর্ব শুরু হয় মঙ্গলবার (২৯ জুলাই)। বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিন দিনব্যাপী এই আলোচনা অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) সঙ্গে।
পূর্ববর্তী দুই দফায় কিছু বিষয়ের ওপর উভয় পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানা গেলেও, পাল্টা শুল্ক কমানোর বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।
আজ (০১ আগস্ট) আলোচনার শেষ দিনে উভয় দেশ যৌথভাবে ঘোষণা দেয়, বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে বর্তমানে ১৫ শতাংশ গড় শুল্ক বহাল থাকবে, এর সঙ্গে যুক্ত হবে নতুন করে আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক—ফলে মোট শুল্কের হার হবে ৩৫ শতাংশ।