আন্তজার্তিক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডনের কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করছেন

  প্রতিনিধি ১৩ জুন ২০২৫ , ৪:৩৬:২২ প্রিন্ট সংস্করণ

আ জা ডেক্স আন্তর্জাতিক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন।

এই পুরস্কার অধ্যাপক ইউনূসের ‘মানুষ, প্রকৃতি ও পরিবেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের নিশ্চয়তা প্রদান, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এবং একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও টেকসই বিশ্ব গঠনে তাঁর অনন্য অবদানের’ স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়েছে।

পুরস্কার গ্রহণকালে অধ্যাপক ইউনূস বলেন, ‘এটি একটি চমৎকার পুরস্কার’ এবং বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকার জন্য মহামান্য রাজাকে ধন্যবাদ জানান।

বৃহস্পতিবার হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত আলাপে রাজা চালর্স। ছবি : সিএ ফেসবুক

আজ ১২ জুন,বৃহস্পতিবার হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত আলাপে রাজা চালর্স। ছবি : সিএ ফেসবুক

তিনি বলেন, ‌‘এই পুরস্কার আমাদের কাজের স্বীকৃতি, যা দুর্বল জনগোষ্ঠীর উন্নয়নে আমরা করেছি এবং এটি সেই মূল্যবোধের প্রতিফলন, যা মহামান্য রাজাও ধারণ করেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘এটি আমাদের অবস্থান তুলে ধরার এক অসাধারণ উপায়।’

তিনি আরও বলেন, এটি বাংলাদেশের তরুণদের অনুপ্রাণিত করবে ‘তাদের স্বপ্নের দেশ গড়তে।’

পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে,  রাজা চার্লস প্রধান উপদেষ্টাকে বাকিংহাম প্যালেসে ব্যক্তিগত সাক্ষাতের জন্য স্বাগত জানান।

আধা ঘণ্টাব্যাপী একান্ত সাক্ষাতে তাঁরা পারস্পরিক আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। সূত্র :: বাসস।

আরও খবর

Sponsered content