প্রতিনিধি ১৪ জুন ২০২৫ , ৪:৪৫:১৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম:
র্যাব-৭, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এবং পাঁচলাইশ, থানা এলাকায় পৃথক ০৩টি অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার অপহরণ ও ধর্ষণ এজাহারনামীয় পলাতক আসামী বাবুল বিশ্বাস এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার আলোচিত জুর আলী মিয়া হত্যা মামালার এজাহারনামীয় পলাতক আসামী নজরুল ইসলাম ও কুদ্দুস মিয়াদের গ্রেফতার করতে সক্ষম হয় ।
অপারেশনের বিস্তারিত র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার মামলা নং-১২, ১৩ জুন ২৫,ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০২০) এর ৭/৯(১) মামলার এজাহারনামীয় পলাতক আসামী বাবুল বিশ্বাস চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন সোলাইমান সোসাইটি এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ জুন ২০২৫ ইং তারিখে আনুমানিক ১৪১০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী বাবুল বিশ্বাস (২৩), পিতা-মৃত রাখাল বিশ্বাস, সাং-বাণিকগ্রাম, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার মামলা নং-০৬, তারিখঃ-০৬ মে ২০২৫ ইং, ধারাঃ ১৪৩/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার ০৮নং এজাহারনামীয় পলাতক আসামী কুদ্দুস মিয়া চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন হামজা খাঁ লেইন এলাকায় এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৪ জুন,২৫ আনুমানিক ০১:৩০মি: র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন হামজা খাঁ লেইন গ্রীন বাংলাদেশ মডেল স্কুল অভিযান পরিচালনা করে আসামী কুদ্দুস মিয়া (৩৭), পিতা- মৃত তোতা মিয়া, সাং-সোনাতলা, থানা- নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী কুদ্দুস মিয়া এর দেওয়া তথ্যমতে অপর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন হামজা খাঁ লেইন হামজারবাগ শাহনাজ ভবন এলাকায় অভিযান পরিচালনা করে সূত্রে বর্র্ণিত মামলার ১১নং এজাহারনামীয় পলাতক আসামী নজরুল মিয়া (৪০), পিতা- মৃত তোতা মিয়া, সাং-সোনাতলা, থানা- নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।