গণ মাধ্যম

নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ‘আবু সাউদ মাসুদ-আফজাল হোসেন পন্টি’প্যানেল জয়লাভ করেছেন

  প্রতিনিধি ২৭ জুন ২০২৫ , ৬:৩৯:১৯ প্রিন্ট সংস্করণ

আ জা ডেক্স নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ প্রেসক্লাব(২০২৫-২০২৭) নির্বাচনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং এতে ‘আবু সাউদ মাসুদ-আফজাল হোসেন পন্টি’ প্যানেল পূর্ণাঙ্গ জয়লাভ করেছে

আজ শুক্রবার ২৭ জুন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

১১টি পদের জন্য মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা ছিলেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ‘আবু সাউদ মাসুদ-আফজাল হোসেন পন্টি’ প্যানেলের সকল প্রার্থী বিজয়ী হয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানায়।

বিজয়ী প্রার্থীরা হলেন, সভাপতি: আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি: বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক: আফজাল হোসেন পন্টি, যুগ্ম সম্পাদক: আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ: আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: লুৎফর রহমান কাকন, কার্যকরী সদস্য: আরিফ আলম দিপু, রফিকুল ইসলাম জীবন, আব্দুস সালাম, মাহফুজুর রহমান ও প্রনব কৃষ্ণ রায়।

বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহার নেতৃত্বে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করে। কমিশনের অপর দুই সদস্য ছিলেন মাসুদুজ্জামান মাসুদ এবং অ্যাডভোকেট নবী হোসেন।

আরও খবর

Sponsered content