প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ১২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৪:০৩ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর কোরআন শরীফ নিয়ে বসে ছিল স্বামী

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সুলেখাকে গলাকেটে হত্যা করেছে স্বামী রব মিয়া।
বুধবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী পশ্চিমপাড়া গ্রামে স্বামী এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতের ঘরে ভেতরে গলাকাটা অবস্থায় বিছানায় মরদেহ পড়ে আছে। মরদেহের পাশে ছুরি ও পবিত্র কোরআন শরীফ নিয়ে স্বামী বসে আছে। দীর্ঘদিন ধরে স্বামী রব মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী রবকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Copyright © 2025 আমাদের জাগরন. All rights reserved.