সারাদেশ

নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধের অভিযানে…পরিবেশ অধিদপ্তর

  প্রতিনিধি ২১ জুলাই ২০২৫ , ৪:২৪:৫৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে একটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সুরাইয়া ইয়াসমিন-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এই অভিযানে অংশ নেন। পরিবেশ অধিদপ্তর ও পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।

উক্ত অভিযানে আদর্শ বাজার, চৌধুরীপাড়া, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-এ অবস্থিত মেসার্স আলম স্টোর নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই প্রতিষ্ঠানটি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি বা বিক্রির জন্য প্রদর্শন করছিল। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লংঘন করে ১৫ এর ৪(খ) মোতাবেক এই ব্যবস্থা নেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, প্রদর্শন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content