সারাদেশ

নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিস ও খানপুর হাসপাতালে দালালদের বিরুদ্ধে এক বিশেষ অভিযানে ২ দালালকে আটক

  প্রতিনিধি ১৩ মে ২০২৫ , ১:২৬:৫০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিস ও খানপুর হাসপাতালে দালালদের বিরুদ্ধে এক বিশেষ অভিযা পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলা এই অভিযানে, পাসপোর্ট অফিসের সামনে থেকে দুই দালালকে আটককরা হয়।

দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী, আটককৃতদের মধ্যে একজনকে ৫০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অন্য দালালকে ১০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে একটি পাসপোর্টও জব্দ করা হয়েছে।অন্যদিকে, খানপুর হাসপাতালের সামনে পরিবেশ রক্ষায় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রো-একটিভ হাসপাতালের সামনে থেকে একটি সিএনজি সরিয়ে দেওয়া হয় এবং পাসপোর্ট অফিস থেকে সাইনবোর্ড পর্যন্ত “গ্রিন ও ক্লিন নারায়ণগঞ্জ” কার্যক্রমের আওতায় লাগানো ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়েছে।

এই অভিযান নারায়ণগঞ্জে দালালমুক্ত পরিবেশ তৈরি এবং পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও খবর

Sponsered content