নিজস্ব প্রতিবেদক দিনাজপুর:
দিনাজপুরের হিলিতে হাসপাতালে রোগীর ছাড়পত্র দেয়াকে কেন্দ্র করে মেডিকেল অফিসারকে মারধরের ঘটনায় হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়কসহ ১০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদের দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার ০১ আগস্ট,বিকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। হাকিমপুর থানার ওসি (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম এ বিষয়ে নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- মধ্য বাসুদেবপুর গ্রামের কাজেম উদ্দিনের ছেলে ওমর ফারুক ও তার স্ত্রী সুখী খাতুন, কুতুব উদ্দীনের ছেলে খোকন মন্ডল, আবু বক্করের ছেলে শাওন হোসেন, চন্ডিপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল মামুন, সাদেক হোসেনের ছেলে সাদ্দাম হোসেন, সাদেক হোসেনের ছেলে ওয়াদুদ হোসেন, আনোয়ার হোসেনের ছেলে আলতাব হোসেন ও মোজাম্মেল হকের ছেলে আহসান হাবীব, দক্ষিণ বাসুদেবপুর এলাকার আব্দুর রশিদের ছেলে আমিরুল ইসলাম।
হাকিমপুর থানার ওসি (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম বলেন, ৩১ জুলাই বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে আসামিরা চিকিৎসক মশিউর রহমানকে মারধর করে। এ ঘটনায় ডা. মশিউর রহমান বাদী হয়ে হাকিমপুর থানায় ১৩ জনের নামে একটি মামলা করেন। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দিনাজপুর ডিবি পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়। তাদের দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ।