রাজনীতি

দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে এনসিপি-র পাঁচ নেতাকে নোটিশ

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৫ , ১২:৪৬:১৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় কমিটির পাঁচ শীর্ষ নেতাকে। দলের রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে হঠাৎ কক্সবাজার সফরে যাওয়ায় তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে বিষয়টির লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার, ০৬ আগস্ট, এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাতের স্বাক্ষরে এই পাঁচ নেতার প্রত্যেকের কাছে পৃথক চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, “গতকাল ০৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’ কাছে পূর্বে অবগত করা হয়নি।

চিঠিতে আরও বলা হয়, “এমতাবস্থায়, আপনাদের এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘন্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাদের নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

আরও খবর

Sponsered content