প্রতিনিধি ২ জুন ২০২৫ , ২:০১:৫৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যার ঘটনাসহ তিন মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেননি আদালত।
সোমবার (০২ জুন) দুপুরে জেলা ও দায়ার জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এই আদেশ দেন। জামিন শুনানির সময় মেয়র আইভীকে আদালতে উপস্থিত করা হয়নি।
প্রসঙ্গত, ৯ মে ভোরে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের পোশাকশ্রমিক মিনারুল ইসলাম হত্যার ঘটনায় গ্রেফতার দেখিয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরবর্তী সময়ে ১৩ সেপ্টেম্বর মো. তুহিন হত্যা মামলা এবং ১১ সেপ্টেম্বর নাদিম হত্যার চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এই তিনটি মামলায় ৫ দফায় জামিন আবেদন করলে আদালত যথাক্রমে তা মঞ্জুর করেননি।