একদিন প্রতিদিন

তারাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা, দ্রুত সমাধানের দাবি ভুক্তভোগীদের

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২৫ , ৮:৪৯:১১ প্রিন্ট সংস্করণ

দয়াল মাসুদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ:
তারাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দীর্ঘদিনের জলাবদ্ধতা স্থানীয়দের ক্ষোভ ও দ্রুত সমাধানের দাবি
ভুক্তভোগীদের।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌর এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান তারাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে পানি জমে থাকে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ পথচারীরা।
জনসচেতন মহল, স্থানীয় অভিভাবকবৃন্দ এবং এলাকাবাসী বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অবিলম্বে কার্যকর উদ্যোগের জোর দাবী জানিয়েছেন।
বেহাল অবস্থা: শিশুদের জন্য প্রতিদিনের যুদ্ধ
বিদ্যালয়ের সামনে জমে থাকা পানির কারণে প্রতিদিনই কোমলমতি শিক্ষার্থীদের কাদা-পানির মধ্যে হেঁটে বিদ্যালয়ে যাওয়া, জুতা হাতে নিয়ে চলাফেরা করা, এমনকি কখনো কখনো জল-কাদা পেরিয়ে বই-খাতা নষ্ট হওয়ার ঘটনাও ঘটছে।
অভিভাবকদের অভিযোগ,
“বাচ্চাদের নিরাপদভাবে স্কুলে পাঠানো এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকে দিনের পর দিন। এভাবে কিভাবে শিক্ষার পরিবেশ ঠিক থাকবে?”
শিক্ষক ও স্থানীয়দের প্রতিক্রিয়া:
বিদ্যালয়ের এক শিক্ষক বলেন “শিক্ষার্থীরা অনেক সময় ভিজে শ্রেণিকক্ষে আসে। এতে পড়াশোনায় মনোযোগ নষ্ট হয়, স্বাস্থ্যঝুঁকি তো থাকেই। বিষয়টি একাধিকবার পৌরসভা ও স্থানীয় প্রশাসনের নজরে আনা হয়েছে।”
স্থানীয় এক প্রবীণ বাসিন্দা জানান “পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা নেই বললেই চলে। দ্রুত কার্যকর ড্রেন নির্মাণ ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান হবে না।”
প্রশংসিত প্রশাসক সাইফুল ইসলাম সাহেবের প্রতি আহ্বান:
বর্তমানে রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাইফুল ইসলাম একজন কর্মঠ, দায়িত্ববান ও জনপ্রিয় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। তার মানবিক দৃষ্টিভঙ্গি ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ইতিমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
এলাকাবাসী বিশ্বাস করেন, “সাইফুল ইসলাম সাহেব বিষয়টি অবহিত হলে নিশ্চয় দ্রুত পদক্ষেপ নেবেন।” তারা প্রশাসনের কাছে ড্রেন নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, এবং এলাকার সড়ক সংস্কারের আবেদন জানিয়েছেন।
উপসংহার:
শিক্ষা প্রতিষ্ঠান ও শিশুদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের অন্যতম দায়িত্ব। তারাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের জলাবদ্ধতা এ দায়িত্ব পালনে এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
স্থানীয়দের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে, যেন দ্রুত সঠিক প্রকল্প গ্রহণ করে এই সমস্যার স্থায়ী সমাধান করা হয়।

আরও খবর

Sponsered content