জাতীয়

ঢাকার চারদিকের নদী দূষণ রোধে ২০৪৬টি কারখানাকে ইটিপি চালু রাখতে চূড়ান্ত নোটিশ: ব্যর্থতায় কঠোর আইনানুগ ব্যবস্থা

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:১৭:০৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ঢাকার চারপাশের বুড়ীগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী দূষণ রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে পরিবেশ অধিদপ্তর। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীর ২০৪৬টি শিল্প কারখানাকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ অনুযায়ী, তরল বর্জ্য নির্গমনকারী কারখানাগুলোতে ইটিপি ও এসটিপি (পয়ঃবর্জ্যের ক্ষেত্রে) চালু রাখা বাধ্যতামূলক। তবে অনেক কারখানা ইটিপি স্থাপন না করে কিংবা স্থাপন করলেও সার্বক্ষণিক চালু না রেখে অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলছে।

১৩ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এসব শিল্প কারখানাকে নোটিশ প্রদান করা হয়। নোটিশে ইটিপি সার্বক্ষণিক চালু রাখা এবং পরিবেশ আইন মেনে কারখানা পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content