ফিচার

ঢাকায় শুরু হলো দেশীয় আমের মেলা

  প্রতিনিধি ৩১ মে ২০২৫ , ২:৪৮:৫০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

প্রতি বছরের মতো এবারও কামাল এগ্রো ফার্ম ঢাকায় আয়োজন করেছে দেশীয় আমের মেলা। ধানমন্ডির কলাবাগান ক্লাব মাঠের সামনে এ মেলা শরু হয়েছে।

আজ শনিবার (৩১ মে) দুপুরে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে কবি হাসান হাফিজ বলেন, বাংলাদেশের আমের সুনাম রয়েছে বিশ্বজুড়ে। অনেক দেশে বাংলাদেশের আম রপ্তানি হচ্ছে। সেজন্য বলা যায়, বিশ্বজুড়ে আম আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এ ছাড়া আমাদের সাহিত্য ও সংস্কৃতিতেও আমের উল্লেখ রয়েছে ব্যাপকভাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কামাল এগ্রো ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম ছরোয়ার লিটন বলেন, বাবার হাত ধরেই আমাদের ব্যবসার যাত্রা। ২০০৪ সাল থেকে ঢকায় আমরা ফরমালিনমুক্ত আম মেলার আয়োজন করে আসছি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেখক-গবেষক গাজী মুনছুর আজিজ, দৈনিক সবুজ বাংলার ব্যবস্থাপনা সম্পাদক শামসুর রহমান, কামাল এগ্রো ফার্মের পরিচালক মো. ওমর ফারুক, নারী উদ্যোক্তা উর্মি আক্তার ভূঁইয়া, শবনম পারভীন, নুসরাত জাহান, শিল্পী তালুকদার প্রমুখ।
মেলায় পর্যায়ক্রমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, রংপুর, নওগাঁসহ দেশের বিভিন্ন অঞ্চলের নানা প্রজাতির আম পাওয়া যাবে।
মেলা চলবে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত। খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
মেলার পাশাপাশি ফোনে অর্ডার করে ঘরে বসেও আম কেনা যাবে। ফোন : ০১৭১৩০২৬৫২৫ (হোয়াটসঅ্যাপ)।

আরও খবর

Sponsered content