প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৪ , ১১:৪৬:০৮ প্রিন্ট সংস্করণ
মাহবুবুর রহমান ভূইয়া ডেমরা.ঢাকা:
তারেক রহমানসহ বিএনপির নেতৃবৃন্দের নামে ২১ আগস্ট গ্রেনেড হামলা মিথ্যা ও হয়রানিমূলক মামলা উচ্চ আদালত থেকে খালাস হওয়ায় ডেমরায় শুকরান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সারুলিয়ায় অবস্থিত ডেমরা থানা বিএনপির প্রধান কার্যালয়ে রোববার রাতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়ার অনুষ্ঠান হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এসএম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, ডিএসসিসির ৬৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ, ৬৯নং ওয়ার্ড বিএনপি নেতা আ. হাই, ফারুক, ৬৮ নং ওয়ার্ডের লিটন মেম্বার, জাকির হোসেন, আলমগীর হোসেন, ৬৭ নং ওয়াডের্র দুলাল মেম্বার, সিরাজ মিয়া, সাবেক ডেমরা থানা বিএনপি নেতা খোরশেদ আলম, সাবেক সারুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. শাহিন মিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা রফিকুল ইসলাম মানিক, তাঁতি দলের আহ্বায়ক জুলহাস, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা রুবেল রানা, যুবদল নেতা হাবিব, কৃষক দল নেতা রাশেদুল হক শ্যামল, ওলমা দল নেতা আলাউদ্দিন প্রদীপ সহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
সেলিম রেজা ও আনিসুজ্জামান বলেন, বেগম খালেদা জিয়া হচ্ছেন আপোষহীন নেত্রী, তারেক রহমানও তাই। আর বিএনপি কখনোই কারও হুমকি ধমকিসহ কোন প্রকার ষড়যন্ত্রকে ভয় পায়না।