রাজধানী

ডেমরায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ,যুবক কারাগারে

  প্রতিনিধি ৪ মার্চ ২০২৫ , ৫:৪৯:১৬ প্রিন্ট সংস্করণ

মাহবুবুর রহমান ভূঁইয়া,ডেমরা,ঢাকা:
রাজধানীর ডেমরায় ৩৫ বছর বয়সী প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে গ্রেফতার মো. সাব্বির খাঁন শাওন (২৭) নামে এক যুবককে মঙ্গলবার বিকালে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দিনগত গভীর রাতে ডেমরার বাঁশেরপুল তাজমহল রোড এলাকা থেকে ওই লম্পটকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ। শাওন ওই এলাকার মো. শফি উদ্দিন খাঁনের ছেলে। এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী সোমবার (৩ মার্চ) দিনগত রাত পৌনে ১ টার দিকে শাওনের বিরুদ্ধে ডেমরা থানায় পর্নোগ্রাফিসহ নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, ছেলেটি এক সময় প্রবাসীর স্ত্রীর প্রতিবেশি ছিল। এ সুযোগে শাওন ভিবিন্ন সময়ে ওই নারীকে কু-প্রস্তাব দিতো। এ বিষয়ে ছেলেটির পরিবারের কাছে বিচার দিলে ক্ষিপ্ত হয় শাওন। পরবর্তীতে গত ২০ জানুয়ারী বিকালে পূর্ব পরিকল্পিতভাবে ঘরে ঘুমন্ত অবস্থায় শাওন ওই নারীকে বিবস্ত্র করে ধর্ষণের পাশাপাশি ভিডিও করেন।

সূত্রে আরও জানা যায়,ওই ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে শাওন ব্লাকমেল করে আসার এক পর্যায়ে তার ১৬ বছর বয়সী মেয়েকে ধর্ষণের প্রস্তাব দেয়। ওই ধারাবাহিকতায় গত ২৫ ফেব্রুয়ারী দুপুরে লিফট দিয়ে বাসায় ওঠার সময় শাওন একা পেয়ে মেয়েটিকে শ্লীলতাহানি করে।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, স্বামী প্রবাসে থাকার কারণে শাওনের বিরুদ্ধে কথা বা মামলা করতে সাহস পায়নি ধর্ষণের শিকার ওই নারী। উক্ত ঘটনা স্বামীকে জানালে তিনি বাংলাদেশে এসে শাওনের মামলার সিদ্ধান্ত দেয়।

আরও খবর

Sponsered content