প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৪ , ৮:৩৭:১৮ প্রিন্ট সংস্করণ
মাহবুবর রহমান ভূইয়া, ডেমরা ঢাকা:
রাজধানীর ডেমরায় পাশের চায়ের দোকানের এলপি গ্যাসের চুলা থেকে মন্ডল এন্টারপ্রাইজ নামে একটি ককসিট তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আগুন দ্রুত ছরিয়ে পড়লে ওই কারখানার সমস্ত কিছু ভস্মিভূত হয়ে যায়। সোমবার (১০—ডিসেম্বর) সকালে ডগাইর ফার্মের মোড় কাউন্সিলর অফিস সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মন্ডল এন্টারপ্রাইজ নামের ওই ককশিট তৈরির কারখানার সাথে লাগোয়া একটি চায়ের দোকানের এলপি গ্যাসের চুলা থেকে হঠাৎ আগুন লেগে ছরিয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ডেমরা ফায়ার সার্ভিসে খবর দেয়। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
এ বিষয়ে ডেমরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার উসমান গণি বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এবং ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট একযোগে কাজ শুরু করি। পরে প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। এটি একটি ফোম জাতীয় কারখানা হওয়ার কারণে খুব দ্রুত আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়লে কারখানা ভস্মীভূত হয়। প্রথমিক ধারণা অগ্নিকান্ডে আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।