প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ৩:১০ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২৫, ১:৪৬ অপরাহ্ণ
ডিএমআরসি ক্যাম্পাস পরিদর্শন করলেন…সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

ডেমরা (ঢাকা) প্রতিনিধি
ডেমরা-যাত্রাবাড়ী সড়কের কাঠেরপুলে অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেছেন আলোচিত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আ ন ম এহসানুল হক মিলন।
রোববার (০৩ আগস্ট) সকালে তিনি ড. মাহবুবুর রহমান মোল্লা ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআরআইএসটি)-এর পাঠকার্যক্রম, টেকনিক্যাল ল্যাব ও ক্যাম্পাস পরিদর্শন করেন। কলেজের নয়নাভিরাম ও পরিচ্ছন্ন পরিবেশ, শিক্ষার্থীদের সরব উপস্থিতি, শিক্ষকদের আন্তরিকতা, প্রতিষ্ঠানের সাফল্য সম্পর্কে অবগত হয়ে তিনি মুগ্ধতা প্রকাশ করেন এবং ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। মধ্যাহ্নের ভোজ শেষে তিনি কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনকে কলেজের বিভিন্ন বিষয়ে অবগত করেন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড.মাহবুবুর রহমান মোল্লা, কো-চেয়ারম্যান কথাসাহিত্যিক আফরোজা রহমান লতা ও অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, আওয়ামী লীগ স্বৈরাচারী কায়দায় দেশ চালিয়েছে। আওয়ামী লীগ ও তাদের দোসররা এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। কোমলমতি শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষার নামে মেধাশুন্য করা হয়েছে। শিক্ষার জন্য সুন্দর পরিবেশ দরকার, আগামীতে নির্বাচিত সরকার শিক্ষার সামগ্রিক পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার সামগ্রিক মান উন্নয়নের জন্য যা যা করা দরকার, তাই করা হবে।
এ সময় কলেজটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, আমাদের কলেজের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো করে পাঠদান করা। এই শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকাসক্ত-বখাটে শিক্ষার্থীদের ভর্তি নেয়া হয় না। যার কারণে দেশ সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গর্বের সঙ্গে শিক্ষাঙ্গনে সুনাম রয়েছে এ কলেজের। এই সুনাম অক্ষুন্ন রাখতে এখানে কর্মরত প্রতিটি শিক্ষক-কর্মচারি নিরলসভাবে কাজ করছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি আগামীতেও দেশে-বিদেশে আমার কলেজের সুনাম অক্ষুন্ন রাখতে সবাই সচেষ্ট থাকবেন।
Copyright © 2025 আমাদের জাগরন. All rights reserved.