শিক্ষা-সাহিত্য

ডাকসু নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর…বিশ্ববিদ্যালয় প্রশাসন

  প্রতিনিধি ২৯ জুলাই ২০২৫ , ১:৩৩:৫৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক বিশ্ববিদ্যালয়:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য নির্ধারিত সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৫ সালের ডাকসু ভোট অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।

মঙ্গলবার, ২৯ জুলাই আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করা হয়। ডাকসু নির্বাচন কমিশনের মাধ্যমে প্রকাশিত এ তফসিলে জানানো হয়েছে, ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে টানা দুপুর ৩টা পর্যন্ত।

এবারের নির্বাচনে প্রধান রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দিন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারই প্রথম আবাসিক হলের বাইরে মোট ছয়টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ডাকসুতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে শুরু করে চলতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা, যারা প্রার্থী ও ভোটার হতে পারবেন। উল্লেখ্য, সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে।

তফসিল অনুযায়ী, ১১ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ২১ আগস্ট যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ভোটগ্রহণ শেষেই, অর্থাৎ ৯ সেপ্টেম্বরই ফলাফল ঘোষণা করা হবে বলে তফসিলে উল্লেখ রয়েছে। দীর্ঘদিন পর ডাকসুর কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠনের উদ্যোগ হিসেবে এই নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও খবর

Sponsered content