নিজস্ব প্রতিবেদন:
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন করায় ২১৪০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (২৩ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাফিক আইন অমান্য, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং লাইসেন্স ও কাগজপত্র সংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন কারণে এই মামলাগুলো করা হয়েছে।
অভিযানকালে ৩৮৫টি গাড়িকে ডাম্পিং জোনে নেয়া হয়েছে এবং ১৩৭টি যানবাহনকে রেকার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
ডিএমপি বলেছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। নাগরিকদের সচেতন হয়ে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।