ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ন বাঁশের সাঁকোর পরিবর্তে লোহার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এ ব্রীজ উদ্বোধন করেন। ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর ডেমরা দক্ষিণের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ জামায়েতে ইসলামী ডেমরা দক্ষিণ থানা আমীর মির্জা হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক কামাল হোসেন ঢাকা- ৫ আসন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদ সদস্য ও ডেমরা জোনের প্রধান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোকাররম হোসেন খান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও ডেমরা উত্তর থানা আমীর মাওলানা মিজানুর রহমান, একই শুরা সদস্য ডেমরা পশ্চিম থানা আমীর দেলোয়ার হোসেন, প্রশাসনিক ৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার কামারাম মুনীর ফুয়াদ, বাইতুস সাত্তার জামে মসজিদের সভাপতি নুরুল আমিন কাজী, মসজিদের পেশ ইমাম মাহবুবুর রহমান জিহাদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেমরা দক্ষিণ থানা সেক্রেটারি জসিম উদ্দিন শিকদার।