জাতীয়

আজ ‘জুলাই শহীদ দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২৫ , ৪:২৬:০৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

বিগত বছর রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ স্মরণে ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৬ জুলাই) দেশব্যাপী এ দিবসটি পালিত হচ্ছে।

এ উপলক্ষে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সেইসঙ্গে মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে এবং এটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস সংক্রান্ত পরিপত্র অনুযায়ী ‘খ’ শ্রেণিভুক্ত দিবসের অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ চলাকালে পুলিশের গুলিতে ছাত্র আবু সাঈদের মৃত্যুর ঘটনায় সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারই স্মরণে সরকার এ সিদ্ধান্ত নেয়।

আরও খবর

Sponsered content