প্রতিনিধি ১৪ জুলাই ২০২৫ , ১১:৩৫:৪৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক রাঙ্গামাটি:
জুলাই আন্দোলনে নারীদের গৌরবময় ভূমিকা শীর্ষক আলোচনা ও চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠান আজ মহিলা বিষয়ক অধিদপ্তর রাঙ্গামাটি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ জুলাই,রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়ান স্টপ ক্রাইসিস সেল এর প্রোগ্রাম অফিসার মো রুহুল আমিন।
এ সময় রাঙ্গামাটি মহিলা বিষয়ক অধিদপ্তর অফিস সহকারী বিথি চাকমা, রাকেশ চাকমা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ২০২৪ ছিলো জাতির বদলানোর দিন। এই দিন গুলোতে রাজপথে পুরুষের পাশাপাশি নারীরা সাহসী ভূমিকা রাখে। এই দিন গুলোতে নারীদের যে অবদান তা কখনোই জাতি অস্বীকার করতে পারবে না। বক্তারা আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় নারীদের ভূমিকা অপরিসীম বলেও উল্লেখ করেন।
পরে জুলাই আন্দোলনে বিভিন্ন চিত্র নিয়ে চলচিত্র প্রদর্শনী করা হয়। আলোচনা ও চলচিত্র প্রদর্শনীতে রাঙ্গামাটির বিভিন্ন এলাকার শতাধিক নারী উপস্থিত ছিলেন।