নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠেয় জাতীয় সমাবেশে ১০ লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা নেয়া হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি জানান, রাজধানীতে সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং লাখো মানুষের আগমনের কারণে সাময়িক যানজট বা জনভোগান্তি হতে পারে— তবে তা যেন সীমিত থাকে, সে জন্য দলীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পরওয়ার বলেন, “শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ঢাকায় আসতে শুরু করবে। স্থল, নৌ, রেল ও সড়কপথে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে রওনা দেবেন। আমরা চাই এই যাত্রায় কেউ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন।”
তিনি আরও জানান, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সমাবেশ আয়োজনই জামায়াতের মূল লক্ষ্য। দলটি প্রত্যাশা করছে, প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করবে যাতে জাতীয় সমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়।
এদিকে সমাবেশস্থল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও বেড়েছে। প্রস্তুতি চলছে মঞ্চ নির্মাণ ও জমায়েত ব্যবস্থাপনার। দলীয় নেতারা জানিয়েছেন, মূল অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা ও সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করা হতে পারে।