নিজস্ব প্রতিবাদক:
ওগো ঝামেলা করছে পূর্বঘোষিত স্থান পরিবর্তন করায় বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (৩০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বিষয়টি জানান।
তিনি লেখেন, “আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত সমাবেশের স্থান পরিবর্তন করায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
সারজিস আরও লেখেন, “আমরা বিশ্বাস করি, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মধ্য দিয়েই আগামীর বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্রের উত্তরণ ঘটবে।”
এর আগে, একই দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সমাবেশের স্থান পরিবর্তনের ঘোষণা দেন।
তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিল ছাত্রদল। কিন্তু একই দিনে একই স্থানে সমাবেশ করতে চায় এনসিপি। এনসিপির পক্ষ থেকে আমাদের ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করে স্থান পরিবর্তনের অনুরোধ জানানো হয়। সেই অনুরোধ বিবেচনায় নিয়ে আমরা শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।
রাকিব আরও বলেন, “আমরাই প্রথমে কর্মসূচি ঘোষণা করি এবং কর্তৃপক্ষের অনুমতিও নেই। তাই ওই স্থানে সমাবেশ করার একমাত্র বৈধতা আমাদেরই ছিল। তবুও একটি গণতান্ত্রিক, পরমতসহিষ্ণু ও সহাবস্থানে বিশ্বাসী সংগঠন হিসেবে আমরা এনসিপির অনুরোধকে সম্মান জানিয়ে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি জানান, এখন ৩ আগস্ট শহীদ মিনারের পরিবর্তে ছাত্রদলের সমাবেশটি হবে শাহবাগে।
স্থান পরিবর্তনের কারণে জনদুর্ভোগের আশঙ্কা থাকলেও নগরবাসীর প্রতি দুঃখ প্রকাশ করে ছাত্রদল সভাপতি বলেন, “এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা অগ্রিম দুঃখ প্রকাশ করছি। আশা করি, তারা আমাদের অবস্থান ও উদারতার মূল্যায়ন করবেন।