নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মো. হাসানকে চাঁদা দাবির অভিযোগ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটির শাখা কমিটি। শুক্রবার (১১ জুলাই) ছাত্রদল চবি শাখার সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখায় দায়িত্বশীল পদে থেকে দীর্ঘদিন সংগঠনের সঙ্গে সক্রিয় ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। এ প্রেক্ষিতে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে যে, কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না।
ছাত্রদলের নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তার বিরুদ্ধে চূড়ান্ত ও অপ্রত্যাহারযোগ্য সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, গত ২৬ জুন চবির প্রকৌশল দপ্তরের এক কর্মচারীকে বোটানিক্যাল গার্ডেনে ডেকে নিয়ে চাঁদা দাবির অভিযোগ ওঠে হাসানের বিরুদ্ধে। এর আগে ১৮ জুন বিশ্ববিদ্যালয়ের জব্দ করা কাঠ উদ্ধারের নাম করে এক ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা দাবি করার কথাও উঠে আসে।
অভিযোগ অস্বীকার করে মো. হাসান গণমাধ্যমকে জানান, একটি পারিবারিক জমি সংক্রান্ত বিষয়ে ফরহাদের (ভুক্তভোগী কর্মচারী) সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তিনি। পরে উভয়পক্ষ বিষয়টি মীমাংসা করার সিদ্ধান্ত নেয়, তাই তারা চলে আসেন। চাঁদা চাওয়ার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “অভিযোগ পাওয়ার পর হাসানকে শোকজ করা হয়েছে। তাকে তার অবস্থান পরিষ্কার করতে বলা হয়েছে। এরপর তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”