অপরাধ

চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী এলাকা হতে ইউপিডিএফ সদস্য সুজন বড়ুয়াকে গ্রেফতার

  প্রতিনিধি ১ জুলাই ২০২৫ , ৬:৩৮:১১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে ইউপিডিএফ সদস্য সুজন বড়ুয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-৪২, ১৮ মে ২৫, ধারা- ২০০৯ সানের সন্ত্রাস বিরোধী পলাতক আসামী সুজন বড়ুয়া চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে গত ৩০ জুন ২৫ বিকেল তিন ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ কুলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে আসামী সুজন বড়ুয়া প্রকাশ সাইমন (২৯), পিতা- মৃত অশোক বড়ুয়া, সাং- সাঁওতাল পাড়া, থানা- লক্ষীছড়ি, জেলা-খাগড়াছড়ি’কে আটক করতে সক্ষম হয়।

উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী সুজন বড়ুয়া প্রকাশ সাইমন এর বিরুদ্ধে খাগড়াছড়ী জেলার লক্ষীছড়ি থানার চুরি এবং নাশকতা সংক্রান্তে ০২টি মামলার তথ্য পরওয়া যায়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content