সারাদেশ

চট্টগ্রাম কেইপিজেড কারখানায় দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৫ , ১:৫৭:৫১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম:

চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (কেইপিজেড) একটি কারখানায় শুক্রবার (১১ জুলাই) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জানা গেছে, কেইপিজেডের জান্ট এক্সেসরিজ নামের ওই কারখানায় দুপুর পৌনে ৩টার দিকে আগুন লাগে।

খবর পেয়ে আগ্রাবাদ, ইপিজেড ও বন্দর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, আটটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টা ১৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কেইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামির হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

আরও খবর

Sponsered content