প্রতিনিধি ১৬ জুলাই ২০২৫ , ৯:৫০:৫৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক গোপালগঞ্জ:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলায় ইউএনওর গাড়িবহরে হামলা চালানো হয়। একইসঙ্গে পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়া হয়। এসব ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে সেনাবাহিনী।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. সাজেদুর রহমান জানান, এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে, এর মধ্যে রয়েছে কোটালীপাড়া সড়ক, টেকেরহাট সড়ক ও টুঙ্গিপাড়া এলাকা।
সেনাবাহিনী অভিযানে অংশ নিয়ে এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।