নিজস্ব প্রতিবেদক কুমিল্লা:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলে রাতের অভিযানে একটি ছাত্রের কক্ষ থেকে গাঁজা ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে, যা ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোমবার ২৮ জুলাই, দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে হলের ৩০৭ নম্বর কক্ষের একটি টেবিলের ড্রয়ার থেকে গাঁজা পাওয়া যায়। এর আগে রাত সাড়ে ১১টার দিকে ওই কক্ষে থাকা তিন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছেন হল প্রশাসন।
অভিযুক্তরা হলেন—কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী রবিউল আওয়াল রবিন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক সবুজ মিঞা এবং বিশ্ববিদ্যালয় থেকে মাদকসেবনের অভিযোগে বহিষ্কৃত ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী সাইদ উদ্দিন আহমেদ আনাছ। এরা সবাই ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কাজী নজরুল ইসলাম হলে মাদকসেবী শিক্ষার্থী থাকার অভিযোগে সোমবার রাতে প্রাধ্যক্ষ অভিযান চালান। প্রথমে তিনজন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ডোপ টেস্টের জন্য পাঠানো হয়। এরপর সন্দেহবশত ওই কক্ষে পুনরায় তল্লাশি চালালে একটি ড্রয়ার থেকে গাঁজা ও গুলির খোসা উদ্ধার করা হয়।
রবিউল আওয়াল রবিন বলেন, ‘আমরা মাদকের সঙ্গে যুক্ত নই। আমাদের আগামী ৬ তারিখ সেমিস্টার পরীক্ষা থাকায় বন্ধুকে নিয়ে পড়াশোনা ও আড্ডা দিচ্ছিলাম।’
তিনি আরও দাবি করেন, আমাদের যখন ডোপ টেস্ট করাতে পাঠানো হয়, তখন অন্য কেউ তা রেখে যেতে পারে।
তবে এই বক্তব্যের সঙ্গে একমত নন হলের প্রাধ্যক্ষ মো. হারুন। তিনি বলেন, প্রথমবার তাদের কাছে সরাসরি মাদক পাইনি। তবে তাদের আচরণে বিভিন্ন অসংলগ্নতা দেখা যায়। পরে তাদের কক্ষে তল্লাশি করলে গাঁজা পাওয়া যায়।
তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষার্থীদের রুমে তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং বিষয়টি শৃঙ্খলা বোর্ডকে জানানো হয়েছে। শৃঙ্খলা বোর্ড ব্যবস্থা নেবে, বলেন তিনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় ছাত্রদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছে ক্যাম্পাসজুড়ে।