প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ৮:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ণ
এস.আলম তার সহযোগীদের ব্যাংক হিসাব জব্দ : বিএফআইইউ

নিজস্ব প্রতিবেদক :
সাইফুল আলম মাসুদ (এস.আলম) ও তার সহযোগীদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)
সোমবার ৩০ সেপ্টেম্বর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না সংশ্লিষ্টরা। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এসময় বাড়ানো হবে।
এর আগে, গত ২২ আগস্ট সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভীন এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ও অন্যান্য হিসাব তলব করেছিল বিএফআইইউ।
Copyright © 2025 আমাদের জাগরন. All rights reserved.