রাজনীতি

একুশে আগস্ট মামলায় তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

  প্রতিনিধি ৩১ জুলাই ২০২৫ , ৯:৫৩:৩২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

একুশে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাস চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি দ্বিতীয় দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়।উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন ২৪ জন। ঐ ঘটনায় হত্যা এবং বিস্ফোরকদ্রব্য আইনে দুটি মামলা হয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে সিআইডি মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে, যা পরবর্তী সময়ে বিচারিক কার্যক্রমে পরিণত হয়।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকারে আসার পর অধিকতর তদন্তের ভিত্তিতে আসামির তালিকায় যুক্ত করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ৩০ জনকে। বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করে।

ওই রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে তারেক রহমানসহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজার পাশাপাশি অর্থদণ্ড প্রদান করা হয়।

বিচারিক রায়ের দেড় মাস পর, ২০১৮ সালের ২৭ নভেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্সসহ মামলার সকল নথিপত্র হাইকোর্টে পৌঁছায়। এরপর ২০২২ সালের ৫ ডিসেম্বর থেকে হাইকোর্টে শুরু হয় ডেথ রেফারেন্স, আসামিদের আপিল এবং জেল আপিলের যৌথ শুনানি, যা বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে চলছিল।

পরে, ০৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ পুনর্গঠন করা হলে, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বে নতুন বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে গত ১ ডিসেম্বর হাইকোর্ট সব আসামিকে খালাস দিয়ে রায় দেয়।

এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি) করে, যার শুনানি এখন চলছে।

আরও খবর

Sponsered content