প্রতিনিধি ২১ জুলাই ২০২৫ , ৬:৪২:২০ প্রিন্ট সংস্করণ
আ জা ডেক্স:
রাজধানীর উত্তরা এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের উপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২১ জুলাই) বিকেলে দেওয়া এক বার্তায় তিনি দুর্ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেন।
রাষ্ট্রপতি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি এই দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ঘটনার পটভূমিতে জানা যায়, সোমবার দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর আছড়ে পড়ে। সংঘর্ষের পরপরই বিমান এবং ভবনে আগুন ধরে যায়।
দুর্ভাগ্যজনকভাবে, যেসব ভবনে বিমানটি বিধ্বস্ত হয়, সেখানে তখন অনেক শিক্ষার্থী উপস্থিত ছিল। প্রাথমিক তথ্যে জানা গেছে, তাদের মধ্যে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
এ দুর্ঘটনা ঘিরে গোটা এলাকায় চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।